ভোর সাড়ে পাঁচটা। কলকাতার ভাল করে ঘুম ভাঙেনি। হাওড়া ব্রিজে কিন্তু অনেক কালো কালো মাথা। সেখানে কার্তিক আরিয়ান উপস্থিত! আজকাল ডট ইন প্রথম জানিয়েছিল, মার্চে ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিং হবে কলকাতায়। সেই অনুযায়ী সোমবার শহরে পা রেখেছেন ছবির নায়ক কার্তিক আরিয়ান। মঙ্গলবার থেকে শুট শুরু। পরনে ঘোর কালো শার্ট-প্যান্ট। মাথায় কালো ব্যান্ডানা। এই সাজে পুরনো ধাঁচের বাইক চালাচ্ছেন নায়ক। ক্যারিয়ারে বসে তাঁর বডি ডাবল। সামনের গাড়িতে নানা মাপের ক্যামেরা। কেউ ক্লোজ আপে, কেউ দূর থেকে শট নিচ্ছে। দূরে ফুলের বস্তা নিয়ে সারি দিয়ে বিক্রেতা হেঁটে যাচ্ছেন। হাওড়ায় ফুলের বাজার তাঁদের গন্তব্য।
নায়ক আসার আগের দিন শহরে পৌঁছে গিয়েছেন ছবির পরিচালক আনিস বাজমি। খবর, দিন তিনেকের শুট হবে কলকাতায়। এর আগে ফেব্রুয়ারির শেষে কলকাতার কিছু অভিনেতার অডিশন নেওয়া হয়েছিল। এই টিমের কলকাতা অংশের কাস্টিং ডিরেক্টর অনিমেষ বাপুলি আজকাল ডট ইনকে জানিয়েছিলেন, আনিস বাজমি পরিচালিত এই ছবিতে কলকাতা থেকে ছয় অভিনেতা-অভিনেত্রীকে নেওয়া হবে। প্রত্যেকজনের একদিন করে শুট। তাঁরা পর্দা ভাগ করবেন কার্তিকের সঙ্গে। যদিও যাঁরা অডিশন দিয়েছিলেন তাঁরা সুযোগ পাননি।
‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে দর্শকদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটি ২০০৭-এ মুক্তি পেয়েছিল। ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয়কুমার-বিদ্যা বালন-সাইনি আহুজা। পরিচালনায় প্রিয়দর্শন। ‘ভুলভুলাইয়া ২’-এর পরিচালক আনিস বাজমি। ২০২২ সালের এই ছবিতে অভিনয় করেন তাবু-কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানি। তৃতীয় ছবির পরিচালকও আনিস। এই ছবিতে ফিরছেন বিদ্যা বালন। থাকতে পারেন মাধুরী দীক্ষিত। কার্তিকের সঙ্গে দেখা যেতে পারে তাঁকে। বিপরীতে নাকি তৃপ্তি দিমরি।
ছবি: সুপ্রিয় নাগ
নায়ক আসার আগের দিন শহরে পৌঁছে গিয়েছেন ছবির পরিচালক আনিস বাজমি। খবর, দিন তিনেকের শুট হবে কলকাতায়। এর আগে ফেব্রুয়ারির শেষে কলকাতার কিছু অভিনেতার অডিশন নেওয়া হয়েছিল। এই টিমের কলকাতা অংশের কাস্টিং ডিরেক্টর অনিমেষ বাপুলি আজকাল ডট ইনকে জানিয়েছিলেন, আনিস বাজমি পরিচালিত এই ছবিতে কলকাতা থেকে ছয় অভিনেতা-অভিনেত্রীকে নেওয়া হবে। প্রত্যেকজনের একদিন করে শুট। তাঁরা পর্দা ভাগ করবেন কার্তিকের সঙ্গে। যদিও যাঁরা অডিশন দিয়েছিলেন তাঁরা সুযোগ পাননি।
‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে দর্শকদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটি ২০০৭-এ মুক্তি পেয়েছিল। ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয়কুমার-বিদ্যা বালন-সাইনি আহুজা। পরিচালনায় প্রিয়দর্শন। ‘ভুলভুলাইয়া ২’-এর পরিচালক আনিস বাজমি। ২০২২ সালের এই ছবিতে অভিনয় করেন তাবু-কার্তিক আরিয়ান-কিয়ারা আদবানি। তৃতীয় ছবির পরিচালকও আনিস। এই ছবিতে ফিরছেন বিদ্যা বালন। থাকতে পারেন মাধুরী দীক্ষিত। কার্তিকের সঙ্গে দেখা যেতে পারে তাঁকে। বিপরীতে নাকি তৃপ্তি দিমরি।
ছবি: সুপ্রিয় নাগ
